কৃষ্ণকায় মেছো পেঁচা || Tawny Fish Owl

কৃষ্ণকায় মেছো পেঁচা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কৃষ্ণকায় মেছো পেঁচা (Bubo flavipes) হল প্যাঁচা প্রজাতির একধরনের পাখি। এদেরকে অন্যান্য মেছো পেঁচাদের সাথে একইভাগে রাখা হয় যার নাম হল কেটুপা, কিন্তু এই দলটা আপেক্ষিক ভাবে ঈগল পেঁচাদের দলে পড়ে যায়, যার নাম হল বুবো
এই টিপিকাল আউলদের প্রধানত পাওয়া উপক্রান্তীয় অঞ্চলে এবং বনাঞ্চলে। এদের প্রধান বিস্তার হল বাংলাদেশভুটানচীনভারতলাওসমায়ানমারনেপালতাইওয়ান এবং ভিয়েতনাম। এরা প্রধানত মাছ খায়, এছাড়াও কাঁকড়াচিংড়িব্যাঙ, ব্যাঙ্গাচি, টিকটিকি, সাপ, এবং ছোটো ছোটো প্রাণী খায় যেমন গন্ধমূষিক, এবং ইঁদুর, বাদুড় ইত্যাদিও খেয়ে থাকে। এরা এছড়াও পাখি শিকার করে, যার মধ্যে একটা হল মান্দারিন হাঁস, যাদেরকে প্রধানত তাইওয়ানে দেখতে পাওয়া যায়। এই পেঁচা একটা নদীর ওপরে ৫.৫ থেকে ৭.৭ কিলোমিটার জায়গা নিজের দখলে রাখে।

0 comments:

Post a Comment

My Instagram